নয়েজ মাহমুদকে সভাপতি ও আরিফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে নাটোরের বাগাতিপাড়া উপজেলার ১ নং পাঁকা ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়েছে।
শুক্রবার বিকেলে লোকমানপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে সম্মেলনে বক্তব্য রাখেন নাটোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অধ্যাপক মোঃ ইউনুস আলী।
পাঁকা ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ওসমান গণি সম্মেলনে সভাপতিত্ব করেন।
সম্মেলনে অনান্যের মধ্যে বক্তব্য রাখেন
বাগাতিপাড়া উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি মোঃ নূরুল ইসলাম ঠান্ডু, বাগাতিপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুসসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগি সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।
এসময় নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুরদর্শী নেতৃত্ব এখন বিশ্বনেতাদের কাছে অনুসরণীয়। অর্থনৈতিক নানা সূচকে দেশ এখন অনেক ভালো অবস্থানে রয়েছে। শেখ হাসিনাই এখন বাংলাদেশ, বাংলাদেশের ১৭ কোটি মানুষের আশা ভরসার প্রতীক। প্রধানমন্ত্রীর মিশন বাস্তবায়নে আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীকে কাজ করতে হবে।’
সাংসদ বকুল বলেন, ‘বিএনপি-জামাত গোষ্ঠী ক্ষমতার বাইরে থেকে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা রাষ্ট্র ক্ষমতায় আসীন হলে কি হতে পারে তা সহজেই অনুমেয়। তাই প্রতিটি এলাকায় জামাত-বিএনপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে আওয়ামী লীগ নেতাকর্মীদের। তাদের ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করতে হবে।’
এমপি বকুল আরও বলেন, ‘আমরা লক্ষ করছি এতোদিন কিছু হয় নাই বাগাতিপাড়ার মাটিতে। সবকিছুই শান্তিপূর্ণ ছিলো। যখনই ইউনিয়ন সম্মেলন শুরু হয়েছে তখনই সংগঠন নিষ্ক্রিয়কারীরা উঠেপড়ে লেগেছে। আমাদের নেতাকর্মীদের তারা রক্তাক্ত করছে। আমরা আওয়ামী লীগ বিএনপির সময় বিএনপি দ্বারা রক্তাক্ত হয়েছি আবার এখন নিজ দলের কতিপয় কর্মীদের দ্বারাও রক্তাক্ত হচ্ছি। যারা আওয়ামী লীগ কর্মীদের রক্ত ঝরায় তারা আওয়ামী লীগে থাকার যোগ্যতা হারিয়েছে। আমরা শান্তির পক্ষে রাজনীতি করি এবং ভবিষ্যতেও তাই করবো।’
© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।
Leave a Reply