1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

নাটোরবাসী নেসকোর প্রি-প্রেইড মিটারের চান না

  • আপডেট টাইম : বুধবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২১

নাটোরে বিদ্যুৎ বিতরণ সংস্থা নেসকোর প্রি-পেইড মিটার স্থাপনের প্রতিবাদ জানিয়েছে সর্বস্তরের মানুষ। তাদের এই প্রতিবাদ সমর্থন জানিয়েছেন রাজনৈতিক নেতৃবৃন্দ। রাজশাহী থেকে প্রত্যাখ্যাত প্রি-পেইড মিটার নাটোরে প্রতিস্থাপনের উদ্যোগ নেয়ার নিন্দা জানান তারা।

বুধবার(১৭ই ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১১ দিকে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধন ও পথসভা কর্মসূচির পালন করে নেসকোর গ্রাহকরা।

পথসভায় বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মোস্তাক আলী মুকুল, বিশিষ্ট ক্রীড়াবিদ খালিদ বিন জালাল বাচ্চু, ব্যবসায়ী সংগঠনের নেতা মফিউর রহমান দুদু, বিল হালতি ত্রিমোহনী অনার্স কলেজের সহকারী অধ্যাপক শামসুল ইসলাম জোয়ারদার, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম নান্টু প্রমুখ।

পথসভায় বক্তারা জানান, রাজশাহীতে এই মিটার স্থাপন করতে দেয়া হয়নি। তবে কেন এই প্রিপেইড মিটার নাটোরের মানুষের উপরে চাপানো হচ্ছে। অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিল করে গণশুনানির মাধ্যমে সিদ্ধান্ত নেয়ার আহ্বান জানানো হয়। সেই সঙ্গে মিটার প্রতিস্থাপন বন্ধ না করলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেয়া হবে বলে জানান বক্তারা।
কাল বৃহষ্পতিবার একই দাবীতে একই স্থানে কর্মসূচি পালিত হবে।

গতকাল মঙ্গলবার(১৬ই ফেব্রুয়ারী) গ্রাহক সেবার মান বৃদ্ধি ও মানসম্মত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে নাটোরে নেসকোর আওতাধীন বিদ্যুৎ সঞ্চালন লাইনে গ্রাহক পর্যায়ে স্মার্ট প্রি-পেমেন্ট মিটার সংযোজন কার্যক্রমের উদ্বোধন করেন নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।

এদিন নেসকো’র নাটোর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী এনামুল আজীম ইমানসহ বিদ্যুৎ বিভাগ জানান, স্মার্ট প্রি-পেমেন্ট মিটারিং প্রকল্পের আওতায় ২৮ হাজার মিটার স্থাপন করা হবে। এজন্যে গ্রাহক পর্যায়ে মিটারের মূল্য বাবদ কোন অর্থ পরিশোধ করতে হবে না। এই মিটার স্থাপনে ভৌতিক বিল জটিলতা থাকবে না এবং গ্রাহক যে পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করবে সে পরিমাণ টাকা পে করতে হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com