জনগণের মুখে হাসি ফোটানোর রাজনীতি করি-প্রতিমন্ত্রী পলক
নাটোর কণ্ঠ, সিংড়া (নাটোর)প্রতিনিধিঃতথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন জনগনণের মুখে হাসি ফোটানোর রাজনীতি করি,৩৭ বছরের পিছিয়ে পরা সিংড়াকে এগিয়ে নিয়ে যেতে চাই। উন্নয়ন বন্চিত সিংড়াকে আলোয় পরিনত করতে চাই। জননেত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিতে সর্বদা কাজ করে যাচ্ছেন। প্রযুক্তির দিক দিয়ে বাংলাদেশ এখন অনেক দেশের চাইতে এগিয়ে।
প্রতিমন্ত্রী শনিবার বিকেলে ইটালি ইউনিয়নে প্রতিমন্ত্রীর ব্যক্তিগত তহবিল হতে কম্বল বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য তিনি উপরিক্ত কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা আ.লীগের সভাপতি ওহিদুর রহমান শেখ,সিংড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরান,সিংড়া উপজেলা আ.লীগের যুগ্ন সাধারন সম্পাদক ও ইটালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আরিফুল ইসলাম আরিফ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা হক রোজি,ইটালি ইউনিয়ন আ.লীগের সভাপতি মতিউর রহমান রাজা,সম্পাদক বেলাল খাঁ
প্রতিমন্ত্রী তার ব্যক্তিগত তহবিল থেকে রাতাল,তিরাল ও পাকুড়িয়া গ্রামে ১২০০ কম্বল বিতরণ এবং রাতাল ব্রিজ এবং একটি রাস্তা উদ্বোধন করেন।
© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।
Leave a Reply