সিংড়ায় ইটালী ইউপি’র পুর্ব মাগুড়া গ্রামে হিন্দু দম্প্রতির ওপর হামলার ঘটনায় আ.লীগ নেতাকর্মীকে আসামী করে অভিযোগ দেওয়া ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।
রোববার (০৭ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় সাতপুকুরিয়া বাজারে শত শত মানুষ মানববন্ধনে অংশ নেয়।
মানববন্ধনে বক্তব্য দেন ইটালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলাল হোসেন খান, ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগ ইটালী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মাহাবুব আলম, ইটালী ইউনিয়ন আওয়ামী লীগের সমাজ কল্যাণ সম্পাদক আহসান হাবিব প্রমুখ।
বক্তারা বলেন, হিন্দু দম্প্রতির ওপর হামলার ঘটনা ঘটতে পারে, এজন্য পুলিশ প্রশাসন সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নিবে। কিন্তু তার আগেই আওয়ামী লীগের নেতাকর্মীর নামে অভিযোগ দেওয়া ষড়যন্ত্রমুলক। আমরা এর তীব্র নিন্দা জানাই।
© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।
Leave a Reply