নাটোর সদর হাসপাতাল ও জেলার ছয়টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স টিকাকেন্দ্রে মোট ২০৭ জন করোনার টিকা নিয়েছেন। তবে জেলার তিন সাংসদসহ নির্বাচিত জনপ্রতিনিধিরা টিকাদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকলেও টিকা নেননি। টিকা নেওয়ার ক্ষেত্রে সাধারণ মানুষের অংশগ্রহণ তেমন একটা চোখে পড়েনি।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, রোববার বেলা পৌনে ১১টায় নাটোর সদর হাসপাতালে আনুষ্ঠানিকভাবে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরু হয়। এর পরপরই জেলার ছয়টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদান শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত জেলায় মোট ২০৭ জন টিকা নিয়েছেন। তাঁদের মধ্যে পুরুষ ১৪৪ জন ও নারী ৬৩ জন।
নাটোর সদর হাসপাতালে প্রথমে টিকা নেন জেলা প্রশাসক মো. শাহরিয়াজ। পরে পুলিশ সুপার লিটন কুমার সাহা, সিভিল সার্জন কাজী মিজানুর রহমান, সহকারী পরিচালক পরিতোষ কুমার রায়, বিশেষজ্ঞ চিকিৎসক, স্বাস্থ্যকর্মীসহ বেশ কয়েকজন সাংবাদিক টিকা নিয়েছেন।
© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।
Leave a Reply