নাটোরেও শুরু হয়েছে কোভিড-১৯ এর টিকাদান কর্মসূচী। সকালে নাটোর সদর হাসপাতালে কোভিড-১৯ এর টিকা প্রয়োগের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: শাহরিয়াজ। নাটোরবাসীকে অনুপ্রাণিত করতে টিকা নিয়েছেন ডিসি ও এস
এসময় পুলিশ সুপার লিটন কুমার সাহা, সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরি সহ অন্যান্যরা। নাটোর সদর হাসপাতালে প্রথম টিকা গ্রহন করেন সিনিয়র স্টাফ নার্স মোহাম্মদ আলী শেখ। এরপর একজন স্বাস্থ্য পরিদর্শক এবং পুলিশ লাইনসের উপ-পরিদর্শক বদিউজ্জামান।
এসময় টিকা গ্রহন করে তারা সরকারকে ধন্যবাদজ্ঞাপন করেন এবং কোন পার্শ্বপ্রতিক্রীয়া নেই বলে জানান।
জেলা সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান, নাটোর জেলায় প্রাথমিক ভাবে ৪৮হাজার ডোজ টিকা বরাদ্দ দেওয়া হয়েছে। এখন পর্যন্ত সুরক্ষা অ্যাপসে নিবন্ধন করেছেন ৬হাজার ৬৭জন। সুষ্ঠু এবং শান্তিপূর্ণ ভাবে টিকাদানের জন্য সদর হাসপাতালে চারটি বুথের মাধ্যমে টিকা প্রয়োগ করা হচ্ছে। এছাড়া জেলার সাতটি সরকারী হাসপাতালে তিনজন চিকিৎসকের সমন্বয়ে একটি করে মেডিকেল টিম এবং অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে।
© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।
Leave a Reply