নাটোরের বাগাতিপাড়া উপজেলার ফাগুয়ারদিয়াড় ইউনিয়নের স্যান্নালপাড়া গ্রাম থেকে তিনটি তক্ষক সহ সাইফুল ইসলাম(৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতাে করেছে গোয়েন্দা পুলিশ(ডিবি)।গ্রেফতার সাইফুল ইসলাম একই এলাকার মৃত মফিজ উদ্দিন মোল্লার ছেলে।
বৃহস্পতিবার(৪ঠা ফেব্রুয়ারি) সকালে তক্ষকগুলো উদ্ধার করা হয়। বিকেলে উদ্ধারকৃত তক্ষকগুলোকে আদালতের মাধ্যমে বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়।
নাটোর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক মাসুদ রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সান্যালপাড়া মহল্লার সাইফুল ইসলামের বাড়িতে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে সাইফুল ইসলাম বাড়ি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ সদস্যরা তার পিছু নিয়ে তাকে গ্রেফতার করে। পরে তার বাড়ির একটি ঘরে তল্লাশী চালিয়ে খাঁচার ভিতরে রাখা তিনটি তক্ষক উদ্ধার করা হয়।
এস আই মাসুদ রানা আরও জানান, এ ঘটনায় বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে মামলা দায়ের করে সাইফুল ইসলামকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।
Leave a Reply