চাকুরিতে পুনর্বহাল এবং যৌন নির্যাতনকারী কর্মকর্তার বিচার দাবি করে বেসরকারি সংস্থা ব্র্যাক কর্মচারী মরিয়ম খাতুন অবস্থান কর্মসূচি পালন করেন।
বুধবার সকাল দশটা থেকে বিকেল তিনটা পর্যন্ত তিনি তার পরিবারের সদস্যদের নিয়ে এই অবস্থান কর্মসূচি পালন করেন মরিয়ম খাতুন।
নারীর সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির চট্টগ্রাম বিভাগীয় ম্যানেজার আরশেদ আলী বিভিন্ন সময় মরিয়ম বেগম কে কুপ্রস্তাব দেন। এতে মরিয়ম খাতুন রাজি না হওয়ায় তাকে যৌন নিপীড়ন করা হয়। পরবর্তীতে বিভিন্ন অজুহাতে তাকে চাকরি থেকে বরখাস্ত করেন।
নির্যাতনকারী আকছেদ আলীর বিচার দাবি করে তাকে চাকরিতে পুনর্বহাল করা বকেয়া বেতন পরিশোধ করা সহ বিভিন্ন দাবিতে এই অবস্থান কর্মসূচি।
© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।
Leave a Reply