বিজয় দিবস উপলক্ষে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস এ্যাসোসিয়েশন অব নাটোর (পুসান) এর উদ্যোগে প্রথমবারের মতো দিবস রচনা প্রতিযোগিতা আয়োজন করা হয়। জেলার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বিতরকের বিষয় ছিল জাতীয় জীবনে আমাদের বিজয় দিবসের তাৎপর্য এবং স্বাধীনতা সংগ্রাম। ৫ ডিসেম্বর থেকে ইমেইল এর মাধ্যমে প্রতিযোগীদের কাছে থেকে রচনা আহ্বান করা হয়। রচনা পাঠানোর শেষ সময়সীমা ছিল ১৪ ডিসেম্বর। ১৭ ডিসেম্বর রচনা প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়। প্রথম স্থান অধিকার করে ইউনিভার্সিটি অফ প্রফেশনালস এর শিক্ষার্থী নাইমা ইসলাম নুপুর। দ্বিতীয় স্থান অধিকার করে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া আক্তার ইতি। তৃতীয় স্থান অধিকার করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদ হাসান।
রচনা প্রতিযোগিতার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পুসানের সাধারণ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র গোলাম রব্বানী রঞ্জু এবং পুসানের সহ-সাংগঠনিক সম্পাদক হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোঃ সাগর রানা। এতে পৃষ্ঠপোষকতা করেন পুসানের এর সম্মানিত উপদেষ্টা ইঞ্জিনিয়ার জুনায়েদ আহমেদ সৈকত।
© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।
Leave a Reply