নাটোরের সিংড়া উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের এবাদুল্লাহ প্রামাণিক(৪৮) নামের মাদক মামলায় দন্ডাদেশপ্রাপ্ত পলাতক আসামীকে কৃষকের ছদ্মবেশে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের হাজিপুর গ্রামের মৃত ইন্তাজ আলীর ছেলে। তাকে গ্রেফতারে কৃষক সেজে বিলে এসেছিলেন সিংড়া থানার উপ-পরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবুল হাশেম ও সেলিম রেজা।
আজ সোমবার (১লা ফেব্রুয়ারি) বিকেলে সিংড়ার হাতিয়ান্দহ রাখসার বিল থেকে পুলিশের হাতে গ্রেপ্তার হন মাদক মামলায় দুই বছরের দন্ডাদেশপ্রাপ্ত এবাদুল্লাহ প্রামাণিক।
অভিযানে নেতৃত্ব দেয়া উপ-পরিদর্শক(এসআই) আমিরুল ইসলাম জানান, বছরখানেক আগে একটি মাদক মামলায় অভিযুক্ত হবার পর দোষী সাব্যস্ত হলে আদালত এবাদুল্লাহ প্রামাণিককে দুই বছরের কারাদন্ড দেন। কিন্ত তখন তিনি পলাতক ছিলেন। তাকে ধরতে পুলিশ একাধিকবার অভিযান পরিচালনা করেও ব্যর্থ হয়। পুলিশের চোখ ফাঁকি দিয়ে একেবারে সাধারণ কৃষকের বেশে তিনি দিনের বেলায় দুর্গম বিলে কৃষি কাজ করতেন। খোঁজ আসে এবাদুল্লাহ আজ দুপুরে রাখসার বিলে অবস্থান করছেন। তিনি একাকী কাজ করছিলেন। তখন আমরা তাকে ধরতে অভিযান পরিচালনা করার সিদ্ধান্ত নিই। কিন্ত পুলিশের পোশাক পরিধান করে বিল অতিক্রম করলে সে টের পেয়ে যাবে। তাই আমরা লুঙ্গি পরিধান করে হাঁটু কাদা মাড়িয়ে একদম কৃষক বেশে এবাদুল্লার কাছে চলে যাই এবং সে পালাতে গেলে তাকে দৌড়ে ধরতে সমর্থ হই।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর-এ-আলম সিদ্দিকী বলেন, রাতে এবাদুল্লাহকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।’
© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।
Leave a Reply