চতুর্থ ধাপে ১৪ ফেব্রুয়ারি নাটোর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত স্থগিত করা হয়েছে। ১৭ই জানুয়ারি রবিবার নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপ সচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত এক পত্রে এই নির্দেশ প্রদান করা হয়।
পত্রে বলা হয়, “নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল মোতাবেক ১৪ই ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নাটোর জেলার নাটোর পৌরসভার সাধারণ নির্বাচন-২০২১ মাননীয় হাইকোর্টের বিভাগের রিট পিটিশন নং ৪৬৩১/২০২০ ও ৮৮৩১/২০২০এর আদেশ মোতাবেক আইনগত জটিলতা নিরসনের লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বিবেচ্য আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উক্ত নির্বাচন স্থগিত করার জন্য মাননীয় নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন।”
ইতিমধ্যে আওয়ামী লীগ এবং বিএনপি মনোনীত প্রার্থী ছাড়াও স্বতন্ত্র একজন মেয়র প্রার্থী শেষ দিনে তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।
© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।
Leave a Reply