দ্বিতীয় ধাপের পৌর নির্বাচনে নাটোরের তিনটি পৌরসভায় নৌকা বিজয়ী হয়েছে।
নলডাঙ্গা ও গোপালপুর পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আছলাম ও গুরুদাসপুর পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা তমাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
শাহনেওয়াজ আলী
নলডাঙ্গা ও গোপালপুর পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আছলাম জানান, গোপালপুর পৌরসভায়
নৌকা প্রতীকে রোকসানা মোর্তজা লিলি পেয়েছেন
৬৫৭৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী
মুনজুরুল ইসলাম পেয়েছেন৫১২৫ ভোট।
অপরদিকে নলডাঙ্গা পৌরসভায় নৌকা প্রতীকে
মনিরুজ্জামান মনির পেয়েছেন ৩৮৩০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্বাস আলী ধানের শীষে পেয়েছেন ১৯১০ ভোট।
মনিরুজ্জামান মনির
গুরুদাসপুর পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা তমাল হোসেন জানান, গুরুদাসপুরে নৌকা প্রতীকে
শাহনেওয়াজ আলী পেয়েছেন ৭৬৪০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আরিফুল ইসলাম বিপ্লব পেয়েছেন ৪৯৪৫ ভোট।
© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।
Leave a Reply