প্রমোটিং অ্যাডভোকেসি অ্যান্ড রাইটস কর্মসূচির আওতায় ড্রাগ অ্যাবিউজ রেজিসটেনস্ অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং (দাড়াও) প্রকল্পের অধীনে নাটোরের লালপুরে আজ রোববার (১০ জানুয়ারি) মাদক প্রতিরোধ শীর্ষক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
কমিউনিটি অ্যাকশন গ্রুপ (ক্যাগ) এর আয়োজনে নারী ও শিশু কল্যাণ সোসাইটি (এনএসকেএস) নাটোর ও লাইট হাউজ এর সহযোগিতায় লালপুর উপজেলার পাইকপাড়া উচ্চ বিদ্যালয় হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
দুড়দুড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হান্নানের সভাপতিত্বে আয়োজিত ওরিয়েন্টেশনে বক্তব্য রাখেন মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর নাটোর পরিদর্শক মাসুদুর রহমান, পাইকপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জলী আকতারী, লালপুর উপজেলা প্রেসক্লাব সাধারন সম্পাদক প্রভাষক মোয়াজ্জেম হোসেন, নারী ও শিশু কল্যাণ সোসাইটি (এনএসকেএস)এর পোগ্রাম অফিসার আশরাফুল আলম, দুড়দুড়িয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি ইদ্রিস আলী লালু, নারী ও শিশু কল্যাণ সোসাইটি লালপুর উপজেলা কো-অর্ডিনেটর ইসরাফিল হোসেন, যুব সমাজের প্রতিনিধি সাজদার রহমান, ইমাম আব্দুল মোত্তালেব, মজিবর রহমান, মহিলা সমিতির সভাপতি নুরুন্নাহার প্রমুখ।
(চলন বিলের খবর)
© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।
Leave a Reply