নাটোরের সিংড়ায় রামানন্দ খাজুরা ইউনিয়নে ভেকু দ্বারা আবাদি কৃষি জমি খননের সময় মাটিবাহী ট্রাক্টরের ধাক্কায় রাকিবুল (০৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। সে উপজেলার ইউনিয়নের তালহারা গ্রামের আব্দুল রাজ্জাকের ছেলে। রাকিবুলের মৃত্যুর খবর শুনে এলাকায় শোকের ছাঁয়া নেমে এসেছে।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, ভেকু দ্বারা পুকুর খনন করার কথা শুনে রাকিব তার মাকে বলে ভেকু দেখার জন্য পুকুরের কাছে যায়। সে বাড়িতে ফেরার পথে মাটিবাহী ট্রাক্টারের ধাক্কা দেয়। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
সিংড়া থানা অফিসার ইনচার্জ নূরে-এ-আলম সিদ্দিকী বলেন, বিষয়টি সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
(বাংলাদেশ বুলেটিন)
© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।
Leave a Reply