1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

নকশী কাঁথায় স্বাবলম্বী শাহনাজ

  • আপডেট টাইম : শনিবার, ৯ জানুয়ারী, ২০২১

রঙিন কাপড়রের পরতে পরতে সু-নিপুণ হাতের কাজে একেকটি নকশী কাঁথা ফুটে উঠলেও, নাটোরের বাগাতিপাড়ার যোগিপাড়া গ্রামের শাহনাজ মেসিনের সাহায্যে খুব অল্প সময়েই তৈরি করেছেন এসব নকশী কাঁথা।
অবসরে সংসার ও পড়াশোনার ফাঁকে এ কাজের সাথে জড়িয়ে সংসারে এনেছে সচ্ছলতা। পুঁজির যোগান পেতে প্রতিবেশী ও আত্মীয় থেকে ঋণ সহায়তা নেয়ায় সিমীত পরিসরে চলছে তার এ কাজ। তাই আত্মনির্ভরশীল এ নারীকে সহজ শর্তে ঋণ সহযোগিতার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন।

জানা যায়, রাজশাহীর আরডিএ মার্কেটের ব্লক বাটিকের দোকানে ডাইস দেখে নকশী কাঁথার তৈরীতে আগ্রহর সৃষ্টি হয় তার। মাত্র ১ হাজার ৭০০ টাকা পুঁজি দিয়ে ২০১৯ সালে পুরাতন কাপড়, সুই আর সুতা কিনে নকশী কাঁথা তৈরী করে বিক্রি শুরু করে। প্রতিবেশী, আত্মীয় স্বজন ও পরিচিত জনদের কাছ থেকে চাহিদা নিয়ে নিজ বাড়ির আঙ্গিনায় প্রতিদিন নকশী কাঁথায় ফুলের ছাপ ও সেলাই এ কর্মব্যস্ততা বেড়েছে শাহনাজের।
কখনো লাল কখনো সাদা কাঁথার জমিনের উপর রঙিন সুতোতে ফুটিয়ে তোলা হয় সূক্ষ্ম নকশা। সুই সুতোর এফোঁড়-ওফোঁড়ে এক একটি নকশী কাঁথা যেন ফুটে ওঠে জীবন্ত প্রতিচ্ছবিতে। মজুরির ওপর নির্ভর করে নান্দনিক এসব কাঁথা সেলাই মেশিনে তৈরিতে সময় লাগে সপ্তাহ খানেক।

সংসারের কাজ ও পড়া শোনার ফাঁকে বাড়তি আয় তাকে করেছে স্বনির্ভর। সেই সঙ্গে হয়েছে ভাগ্যেরও বদল। এখন সে বাড়িতে বসেই এ কাঁথার অর্ডার পান। কাঁথা বিক্রি করেই এখন তার মাসে পাঁচ থেকে সাত হাজার টাকা আয় হয়।
একদিন সমাজে মাথা নিচু করে থাকতে হতো, দিন কাটতো অনাহারে। নকশী কাঁথার টাকা তাদের উন্নয়নের চাবিকাঠি। এখন সবাই ডেকে কথা বলে, সমাদর করে, প্রসংশা করে শাহনাজের কাজের অবসরে এ কাঁথা তৈরীতে গ্রামের অন্য নারীরা ধীরে ধীরে কাজ শিখতে ছুটে আসছে।
শাহনাজ দাবী করেন, মফস্বল এলাকা হওয়ায় পরিশ্রমের তুলনায় মজুরি ও কাজের অর্ডার অনেক কম। ইতোপূর্বে প্রচার না হওয়ায় আমার এ কাজের তেমন প্রসার ঘটেনি। ফলে কাজ করে যে টাকা পাই সেটা খুব বেশি না। সরকারি সহযোগিতা নিয়ে আরও বড় পরিসরে কাজ করতে পারলে নিজের কাজের পরিধি আরও বাড়বে পাশাপাশি এলাকার আরও অনেকেরই মেশিনে কাঁথা তৈরী ও ছাপ দেওয়া কাজের মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টির হবে।
সম্প্রতি শাহনাজের নকশী কাঁথা তৈরী অর্ডার দিতে এসে হাপসা খাতুন এ কাজের ভূয়সী প্রসংশা করে বলেন, সেলাই মেশিনে তৈরী কাঁথার কদর বাড়ছে। এ নকশী কাঁথা দেশকে আলাদাভাবে পরিচিতি এনে দেবে বিশ্বে।
শাহনাজকে সাধুবাদ জানিয়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন আখতার বলেন, যদি বাণিজ্যিক ভাবে নকশী কাঁথা তৈরী করা হয় তবে তৃণমূল পর্যায়ের নারী কারিগরদের সরকারি সেবার আওতায় আনাসহ উন্নত প্রশিক্ষণের ব্যবস্থাও করা হবে।

সার্বিক সহযোগিতা করার আশ্বাস দিয়ে উপজেলা সমাজ সেবা অফিসার রেজাউল করিম বলেন, ক্ষুদ্র ঋণের আওতায় এনে তাকে যদি আমরা বৃহৎ পরিসরে কাজ করাতে পারি, তবে সে উপজেলায় ব্র্যান্ডিং হতে পারে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com