নাটোরে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ আলী (২৭) নামে এক লরি চালক মারা গেছেন। আহত হয়েছেন লরির হেলপার এবং বাসের এক যাত্রী।
নিহত মোহাম্মদ আলী টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পঞ্চগড় গ্রামের ইসাহাক আলীর ছেলে।
শনিবার (১২ ডিসেম্বর) সকাল ১০টার দিকে নাটোর সদরের গাজির বিল এলাকায় হানিফ পরিবহনের যাত্রীবাহী একটি বাস ঘটনাস্থালে বিদ্যুতের পিলারবাহি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে হতাহতের এ ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজোয়ান আহমেদ জানান, দুর্ঘটনায় মোহাম্মদ আলী লরিতে চাপা পড়ে ঘটনাস্থালেই মারা যান। পরে ফায়ার সার্ভিসের একটি দল গুরুতর অবস্থায় লরির হেলপার শামসুদ্দিন (৩৮) এবং বাসের যাত্রী মোহাম্মদ সালাউদ্দিনকে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।
(জাগোনিউজ)
© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।
Leave a Reply