ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় বসবাসকারীদের জন্য কর রেয়াতের ঘোষণা দেওয়া হয়েছে। সেই সঙ্গে ট্রেড লাইসেন্স নবায়নের সময়সীমাও বাড়ানো হয়েছে।
মঙ্গলবার (৮ ডিসেম্বর) ডিএনসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএনসিসি এলাকায় গৃহ করদাতাদের জন্য বকেয়াসহ ২০২০-২১ অর্থবছরের চার কিস্তির হোল্ডিং ট্যাক্স একসঙ্গে পরিশোধ করলে ১০ শতাংশ রেয়াতের সময়সীমা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। এ ছাড়া ব্যবসায়ীদের জন্য সারচার্জ বাদে ট্রেড লাইসেন্স নবায়নের সময়সীমাও একই সময় পর্যন্ত বাড়ানো হয়েছে।
এতে আরও বলা হয়েছে, বর্ধিত সময়ের মধ্যে হোল্ডিং ট্যাক্স বকেয়া এবং ট্রেড লাইসেন্স নবায়নের অনুরোধ জানিয়েছেন ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম।
(জাগো নিউজ)
© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।
Leave a Reply