জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারী তাজরীন ও এ-ওয়ান গার্মেন্টস শ্রমিকদের ওপর ‘হামলার’ নিন্দা জানিয়েছ নয়টি সংগঠন। সোমবার (০৭ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এ বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।
সংগঠনগুলো হলো- বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় পাঠচক্র ফোরাম, জাতীয় মুক্তি কাউন্সিল, নয়াগণতান্ত্রিক গণমোর্চা, জাতীয় গণফ্রন্ট সমন্বয়ক, গণমুক্তি ইউনিয়ন, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টি, জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চ, বাসদ ও কমিউনিস্ট ইউনিয়ন।
এক যৌথ বিবৃতিতে সংগঠনগুলোর তরফ থেকে বলা হয়, ৭ ডিসেম্বর ভোরে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারী তাজরীন ও এ-ওয়ান গার্মেন্টস শ্রমিকদের ওপর পুলিশের বর্বরোচিত হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সরকার শ্রমিকদের ন্যায্য দাবি পূরণ না করে বর্বরোচিত হামলা করে শ্রমিক আন্দোলন দমনের পথ বেছে নিয়েছে।
বিবৃতিতে আন্দোলনরত শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেয়ার দাবি জানিয়ে বলা হয়, নির্যাতন-নিপীড়ন চালিয়ে শ্রমিক আন্দোলন দমন করা যাবে না।
(জাগোনিউজ২৪.কম)
© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।
Leave a Reply