সিংড়া প্রতিনিধি:
নাটোরের সিংড়ায় ইদগাহ, কবরস্থান, মসজিদ ও স্কুলের সম্পত্তি রক্ষায় মানববন্ধন করেছে শত শত গ্রামবাসি। শনিবার সকাল ১১ টায় ইটালী ইউনিয়নের বিক্রমপুর গ্রামের স্কুল মাঠে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা জানান, আবুল কালাম ও আ: রাজ্জাকের নেতৃত্বে একটি চক্র গ্রামের ধর্মীয় প্রতিষ্ঠান ও স্কুল মাঠ সহ সরকারী খাস জমি জাল দলিল করে জবর দখলের পায়তারা করছে। অথচ বছরের পর বছর ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে এসব জমি শত শত থেকে ব্যবহার্য হয়ে আসছে।
আসাদুজ্জামান জানান, পুকুরে ২ লক্ষ টাকার মাছ মেরেছে, পলের পালা পুড়িয়ে দিয়েছে এবং পুকুরে বিষ প্রয়োগ করেছে। স্থানীয়রা জানায়, সে বিদেশে নিয়ে যাবার কথা বলে মকলেছুর রহমানের কাছ থেকে ৪ লক্ষ ও রবিনের ৪ লক্ষ ২৫ হাজার টাকা নিয়েছে। তারা এসবের বিচার দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন, গ্রাম্য প্রধান মো: নাসির উদ্দিন খা, বিক্রমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মকসেদ আলী মন্ডল, মসজিদ কমিটির সাধারন সম্পাদক ইদ্রীস আলী মন্ডল, গোরস্থান কমিটির সাধারন সম্পাদক হাবিবুর রহমান হাবিল খাঁ সহ আরো অনেকে।
© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।
Leave a Reply