চীনের ‘ডিজিটাল মুদ্রা’র মাধ্যমে লেনদেন করতে দেবে জেডি ডটকম। নিজ দেশের ডিজিটাল মুদ্রাতে সম্মতি জানানো প্রথম ‘ভার্চুয়াল’ প্রতিষ্ঠান হবে এটি।
শনিবার এ ব্যাপারে জানিয়েছে জেডি ডটকম। নিজেদের কিছু পণ্যের দাম ডিজিটাল ইউয়ানে পরিশোধের সুযোগ দেবে প্রতিষ্ঠানটি।
নিজেদের অফিশিয়াল উইচ্যাট অ্যাকাউন্টে এক পোস্ট দিয়ে এ খবর জানিয়েছে তারা। পুরো ব্যাপারটিই আদতে সুঝৌয়ের নাগরিকদেরকে পরীক্ষামূলকভাবে ডিজিটাল ইউয়ান ব্যবহারের সুযোগ দেওয়ার একটি অংশ।
রয়টার্স উল্লেখ করেছে, চীনের ডিজিটাল ইউয়ান বিশ্বের সবচেয়ে উন্নত “কেন্দ্রীয় ব্যাংক ডিজিটাল মুদ্রা” উদ্যোগগুলোর একটি।
বিটকয়েন ও ফেইসবুকের লিব্রার মতো ব্যক্তিগত ডিজিটাল মুদ্রার ব্যাপারে গোটা বিশ্বেই আপত্তি জানিয়ে আসছে কর্তৃপক্ষ।
সুঝৌ কর্মসূচীর অধীনে পৌর সরকার এবং পিপলস ব্যাংক অফ চায়না (পিবিওসি) দুইশ’ ডিজিটাল ইউয়ান দেবে। ডিজিটাল মুদ্রা দেওয়ার জন্য লটারির মাধ্যমে এক লাখ ভোক্তা বেছে নেওয়া হবে।
এর আগে শেনজেনের দক্ষিণাঞ্চলের এক শহরে এক কোটি ইউয়ান মূল্যমানের ডিজিটাল মুদ্রা দিয়েছিল পিবিওসি। সে সময় ৫০ হাজার ব্যক্তিকে দেওয়া হয়েছিল ডিজিটাল মুদ্রা।
পিবিওসি তত্ত্বাবধায়ক ই গ্যাং গত মাসে জানিয়েছিলেন, এখন পর্যন্ত পৃথক পৃথক ৪০ লাখ লেনদেনে চীনের ডিজিটাল মুদ্রা ব্যবহার করে দুইশ’ কোটিরও বেশি ইউয়ান খরচ হয়েছে।
bdnews
© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।
Leave a Reply