ভারতে পাঁচারের সময় বেনাপোলের আমড়াখালী চেকপোষ্ট থেকে সাড়ে ৪ কেজি ওজনের ১৯ পিস স্বর্ণের বার জব্দ করা হয়েছে। এ সময় মাহফুজ মোল্লা নামের এক পাঁচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকাল ৪ টার সময় এসব স্বর্ণসহ তাকে আটক করা হয়।
আটক মাহফুজ মোল্লা নড়াইল জেলার লোহাগড়া উপজেলার হাসমত মোল্লার ছেলে।
বিজিবি জানায়, গোপন খবরের মাধ্যমে তারা জানতে পারেন স্বর্ণের বড় একটি চালান ভারতে পাঁচারের উদ্দেশ্যে এক পাঁচারকারী সীমান্তের দিকে আসছে। এমন খবরের যশোর ৪৯ বিজিবির অধীনে আমড়াখালী চেকপোষ্টে সর্তক অবস্থান করে বিজিবি।এসময় ওই পাঁচারকারী আমড়াখালী চেকপোষ্ট এলাকায় আসলে বিজিবি তাকে আটক করে। এ সময় তার দেহ তল্লাশি করে ১৯ পিস স্বর্ণেরবার জব্দ করা হয়।
জব্দকৃত স্বর্ণের বাজারমূল্য প্রায় ৪ কোটি ৬১ লাখ টাকা বলে জানায় বিজিবি।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, স্বর্ণেরবারসহ এক পাঁচারকারীকে আটক করা হয়েছে। আটকের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোর্পদ করা হয়েছে। জব্দ করা স্বর্ণেরবারগুলো সরকারি ট্রেজারি শাখায় জমা দেওয়া হয়েছে।
এফএনএস
© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।
Leave a Reply