নাটোরের সিংড়ায় পুকুর খনন করতে গিয়ে একটি প্রাচীন মূর্তি উদ্ধার করা হয়েছে । মঙ্গলবার দুপুরে উপজেলার ইটালী ইউনিয়নের রাতাল শালিকাপাড়া পুকুর থেকে এই মূর্তিটি এলাকাবাসী উদ্ধার করে থানা পুলিশকে হস্তান্তর করে।
বর্তমানে মূর্তিটি থানা হেফাজতে রয়েছে।
এলাকাবাসী জানান, মঙ্গলবার উপজেলা রাতাল শালিকায় পুরনো পুকুর খনন কালে পাথরের একটি মূর্তি দেখতে পায় লোকজন। পরে খবর পেয়ে মূর্তিটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়।
সিংড়া থানার ওসি মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মূর্তিটির ওজন ৩২ কেজি ৫০০ গ্রাম। বর্তমানে থানা হেফাজতে রয়েছে।
© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।
Leave a Reply