দীর্ঘ পাঁচ বছর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহীতে এসেছেন। তাকে একনজর দেখতে রাজশাহী ওলামা কল্যাণ পরিষদ থেকে এসেছেন ১০০ জন ইমাম ও খতিব। যার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র খায়রুজ্জামান লিটন।
আজ রোববার (২৯ জানুয়ারি) বেলা ২টায় রাজশাহীর মাদ্রাসা মাঠের জনসভায় আসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নগরীর মাদ্রাসা মাঠে জনসভা শুরু হবে দুপুর আড়াইটায়।
এ বিষয়ে ওলামা কল্যাণ পরিষদের সাংগঠনিক সম্পাদক ও প্রতিষ্ঠাতা সদস্য শাহাদাত হোসেন বলেন, ‘প্রধানমন্ত্রী আমাদের মাঝে আসবেন, তাকে একনজর দেখবো এজন্য আমরা আলেম সমাজ এসেছি। তিনি দেশের, রাজশাহীর মানুষের জন্য, আলেমদের জন্য অনেক কাজ করেছেন। আমরা তার জন্য দোয়া করি।’
তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল দেশের উন্নয়ন করা। দেশের মানুষের জন্য কাজ করা। সেই স্বপ্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাস্তবায়ন করছেন। তিনি শুধু স্বপ্ন দেখেন না, বাস্তবায়ন করেন। তিনি আমাদের রাজশাহীর ব্যাপক উন্নয়ন করেছেন।’
রাজশাহী শহরকে সিঙ্গাপুরের সাথে তুলনা করে শাহাদাত হোসেন বলেন, ‘আমাদের রাজশাহী শহর সিঙ্গাপুরের মতো সুন্দর। এতো দৃষ্টিনন্দন রাস্তাঘাট ও অবকাঠামো যার সৌন্দর্যে আপনাকে মুগ্ধ হতে হবে। প্রধানমন্ত্রীর নির্দেশে রাজশাহী শহরকে সাজাতে আমাদের মেয়রের ভূমিকাও অপরসীম।’
তিনি বলেন, ‘রাজশাহীর মেয়র আমাদের আলেমদের সুবিধার্তে ওলামা কল্যাণ পরিষদ করেছেন। যাতে সবাইকে এক ছত্রছায়ায় নিয়ে আসা যায়। তিনি রাজশাহীর গর্ব। তিনিও শুধু স্বপ্ন দেখেন না, বাস্তবায়ন করেন।’
ইমামদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে কোনো চাওয়া আছে কি না- জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের চাওয়া দেশের সব ওলামাদের এক ছত্রছায়ায় যদি নিয়ে আসা যায় তাহলে খুব ভালো হয়। এতে দেশের ওলামারা সরকারি যেকোনো বার্তা এক জায়গা থেকেই পেয়ে যাবেন। তখন আমাদের কাজটা বাস্তবায়ন করতেও সহজ হবে।’
© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।
Leave a Reply