নাটোরের নলডাঙ্গায় গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের উদ্দ্যেগে শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আজ রোববার বেলা ১১টার দিকে উপজেলার বুড়িরভাগ উচ্চ বিদ্যালয়ের হল রুমে ৭ টি শিক্ষাপ্রতিষ্ঠানের অসচ্ছল গরীব শিক্ষার্থীদের মাঝে এসব শীতবস্ত কম্বল দেওয়া হয়।
বুড়িরভাগ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সামাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোজিনা আক্তার। কম্বল অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ আনছারী,মাধনগর বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষিকা ও গার্ল গাইডস অ্যাসোশিয়েশনের কমিশনার ফেরদৌসি বেগম, সভানেত্রী জেসমিন সুলতানা, কোষাধ্যক্ষ মাহবুবা আক্তার, সদস্য আফরোজা খাতুন, আঞ্জুয়ারা খাতুন ও আসমা খাতুন প্রমুখ।
© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২২ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।
Leave a Reply