নাটোরের লালপুরের গ্রীনভ্যালী পার্কের নতুন আকর্ষণ ড্রিম ফরেস্টের উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার (২৫ জানুয়ারি ২০২৩) গ্রীন ভ্যালী পার্ক চত্ত্বরে ড্রিম ফরেস্ট উদ্বোধন করেন পার্কের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নুরিয়া পারভীন।
এ সময় উপস্থিত ছিলেন পার্কের পরিচালক (প্রশাসন) এ এস এম শামসুজ্জোহা, পরিচালক হাসিবুল ইসলাম, আমজাদ হোসেন, সুলতানুজ্জামান টিপু, জালাল উদ্দিন বাবু, আনজুমান আরা পাপড়ী প্রমূখ।
পার্ক সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২৫ জানুয়ারি পার্কের যাত্রা শুরু হয়। প্রায় ৪০ একর জমির ওপরে প্রতিষ্ঠিত সবুজেঘেরা অপরুপ সুন্দর্য, মনোরম পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্যেমন্ডিত পার্কটি গ্রীন ভ্যালী নামের সঙ্গে যথার্থতা প্রমাণ করতে সক্ষম হয়েছে।
পার্কের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নুরীয়া পারভীন বলেন, দেশের উষ্ণতম ও সর্বনিম্ন বৃষ্টিপাত এলাকা লালপুরের এই বিনোদন কেন্দ্র অনন্য স্থান হিসেবে ইতিমধ্যেই ব্যাপক পরিচিতি লাভ করেছে । পার্কের লভ্যাংশের সিংহভাগ ব্যয় হয় সমাজকল্যাণ মূলক কর্মকান্ডে। পর্যায়ক্রমে আন্তর্জাতিক মানের বিদ্যালয়, শিশু পরিবার, বৃদ্ধাশ্রম ও হাসপাতাল নির্মাণের কাজ এগিয়ে চলেছে।
© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।
Leave a Reply