সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা সৃষ্টির লক্ষে লিফলেট হাতে প্রচারণায় নেমেছেন নাটোরের জেলা প্রশাসক (ডিসি) শামীম আহমেদ।
আজ শনিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে ‘আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি’ স্লোগান সামনে রেখে শহরের মাদরাসা মোড় এলাকায় অটোচালকদের মাঝে লিফলেট বিতরণ করেন তিনি।
এরপর জাতীয় নিরাপদ সড়ক দিবস- ২০২২ উপলক্ষে শহরের কানাইখালী পুরোনো স্টেডিয়াম থেকে একটি বর্ণিল শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক শামীম আহমেদের সভাপতিত্বে সভায় বক্তব্যে দেন বিআরটিএর সহকারী পরিচালক মো. রাশেদুজ্জামান, সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী আব্দুল মান্নাফ আকন্দ, ক্রাইম ইন্সপেক্টর জিয়া লতিফুল, নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন, নিরাপদ সড়ক চাই নাটোর জেলার সভাপতি গোলাম মোস্তফা প্রমুখ।
জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, বাংলাদেশে সড়ক দুর্ঘটনা দুর্যোগে পরিণত হয়েছে। সচেতনতা সৃষ্টির মাধ্যমে দুর্ঘটনার প্রবণতা রোধ করতে হবে। দুর্ঘটনা প্রতিরোধে যানবাহন মালিক, চালক, যাত্রী ও পথচারীদের যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে।
কিশোর বাইকারদের চলাচল নিয়ন্ত্রণ করা, নিরাপদে পথচারীদের চলাচল নিশ্চিত করতে ফুটপাত দখলমুক্ত করা জরুরি। পাশাপাশি সকলকে সড়ক দুর্ঘটনা রোধে সচেতন হতে হবে।
© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২২ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।
Leave a Reply