প্রেস বিজ্ঞপ্তি-বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর উদ্যোগে অদ্য বগুড়া জেলার ধুনট উপজেলায় একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এতে ওজন ও পরিমাপে কারচুপির মাধ্যমে পেট্রোল, অকটেন ও ডিজেল পরিমাপে কম দেওয়ায় মেসার্স শাহ সুলতান ফিলিং স্টেশন, হুকুমআলী বাসস্ট্যান্ড, ধুনট, বগুড়াকে ২৫,০০০/- (পঁচিশ হাজার টাকা) এবং মেসার্স ধুনট ফিলিং স্টেশন, বেলকুচি, ধুনট, বগুড়াকে ৪০,০০০/- (চল্লিশ হাজার টাকা) জরিমানা করা হয়।
বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), ধুনট, বগুড়া জনাব মোঃ নূরুল আমিন এর নেতৃত্বে পরিচালিত উক্ত ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত ছিলেন বিএসটিআই জেলা অফিস, বগুড়া এর পরিদর্শনকারী কর্মকর্তা (সিএম উইং) প্রকৌশলী জুনায়েদ আহমেদ ও সহকারী পরিচালক (মেট্রোলজি উইং) মোঃ মিজানুর রহমান।
জনস্বার্থে বিএসটিআই’র এধরণের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।
Leave a Reply