অনিবন্ধিত ক্লিনিকের বিরুদ্ধে দুই দিনের অভিযানে নাটোর জেলায় মোট ৩০ টি ক্লিনিক বন্ধ ঘোষনা করেছে স্বাস্থ্য বিভাগ। এছাড়া অপর দুইটি ক্লিনিকে অভিযান চালিয়ে ২০ হাজার করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সিভিল সার্জন রোজী আরা খাতুন ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান তানভীর বিষয়টি নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন রোজী আরা খাতুন জানান,গত দুই দিনের অভিযানে নাটোর জেলায় মোট ৩০ টি অনিনন্ধিত
ক্লিনিক বন্ধ করা হয়েছে। অনিবন্ধিত ক্লিনিকের বিরুদ্ধে অভিযান চলমান আছে।
অপরদিকে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান তানভীর জানান,
বাণিজ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে এবং জেলা প্রশাসক, নাটোরের সার্বিক সহায়তায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নাটোর জেলা কার্যালয় রবিবার অভিযান পরিচালনা করে।
দুপুর ১২ টা থেকে পরিচালিত ওই অভিযানের অংশ হিসাবে শহরের কানাইখালী এলাকায় তিশা ডায়াগনস্টিক এন্ড ক্লিনিকে ধার্যকৃত সেবার মূল্য তালিকার চেয়ে বেশি টাকা নেয়ায় ওই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে শহরের চকরামপুর এলাকায় ইসলামিয়া হাসপাতালে সার্টিফিকেট বিহীব প্যাথলজিস্ট দিয়ে বিভিন্ন টেস্ট করার অপরাধে ওই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় তার সাথে অভিযানে সহায়তা করেন
নাটোর পুলিশ লাইন্সের একটি চৌকশ টিম।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওই কর্মকর্তা।
© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২২ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।
Leave a Reply