বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর প্রধান কার্যালয়ের পাশাপাশি বিভাগীয় ও জেলা অফিসসমূহে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২২। এরই অংশ হিসেবে বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীতেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে দিবসটি।
প্রতিষ্ঠানটির রাজশাহী বিভাগীয় অফিসের পরিচালক ইঞ্জিঃ মোঃ সেলিম রেজার সভাপতিত্বে ২৬ মার্চ সকালে একটি আলোচনা সভা এবং বাদ জোহর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিএসটিআই’র কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ছাড়াও পার্শ্ববর্তী একটি মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।
দোয়া মাহফিলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শাহাদৎ বরণকারী সকল মুসলিম শহীগণের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
এছাড়া পুরো অফিস প্রাঙ্গন আলোকসজ্জার মাধ্যমে সুসজ্জিত করা হয়।
© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২২ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।
Leave a Reply