বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ জাতীয় ক্রিকেট দলে অভিষেক হচ্ছে নাটোরের ক্রিকেটার গোলাম কিবরিয়া শাকিলের।
আগামী ৫সেপ্টেম্বর আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ জাতীয় ক্রিকেট দলের বিপক্ষে খেলায় তার অভিষেক হবে।
এনিয়ে জাতীয় দলে নাটোরের তাইজুলের পর শাকিলের অভিষেক হচ্ছে। এতে করে আনন্দ উচ্ছাস ছড়িয়ে পড়েছে নাটোরের ক্রীড়াঙ্গনে।
জানা যায়, অলরাউন্ডার গোলাম কিবরিয়া শাকিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ জাতীয় ক্রিকেট দলের হয়ে স্বাগতিক আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ জাতীয় ক্রিকেট দলের বিপক্ষে খেলবেন। তিনি পাঁচটি ওয়ানডে ও একটি চারদিনের ম্যাচে সুযোগ পেয়েছে। খেলা শুরু হবে আগামী ৫ সেপ্টেম্বর। সিরিজের সবগুলো ম্যাচ আয়োজিত হবে সিলেটে।
এদিকে, জাতীয় ক্রিকেট দলে নাটোরের সন্তান তাইজুল ইসলামের পর অনূর্ধ্ব-১৯ জাতীয় দলে চান্স পেল নাটোর শহরের বঙ্গজ্বল এলাকার সন্তান শাকিল। তার এই অভিষেকের জন্য শুভ কামনা জানিয়েছেন ক্রিকেটার তাইজুল ইসলাম।
© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।
Leave a Reply