নাটোরে মোটরসাইকেলের ধাক্কায় মুজিবুর রহমান(৫৮) নামে এক আইনজীবি নিহত হয়েছেন।
নিহত মুজিবুর রহমান লালপুর উপজেলার রায়াপুর গ্রামের মৃত বেদার উদ্দিনের ছেলে। তিনি জজকোর্ট সংলগ্ন মোহনপুর মহল্লায় বাস করতেন।
আজ শুক্রবার(২ জুলাই) সন্ধ্যা ৭টায় নাটোর পুলিশ সুপারের কার্যালয়ের সামনে প্রধান সড়কে এই দূর্ঘটনা ঘটে।
নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৭টার দিকে নাটোর পুলিশ সুপারের কার্যালয়ের সামনে প্রধান সড়কে এডভোকেট মুজিবুর রহমানের মোটর সাইকেলে বিপরীত দিক থেকে আসা অন্য একটি মোটরসাইকেল ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল উল্টে তিনি গুরুতর আহত হন। তাকে আহত অবস্থায় নাটোর আধুনিক সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। রাত সাড়ে ৮টায় রাজশাহী নেয়ার পথে তার মৃত্যু হয়।
© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।
Leave a Reply