প্রথম ধাপে চীনের সিনোফার্ম থেকে বাংলাদেশ সরকারের কেনা করোনাভাইরাস প্রতিরোধী ২০ লাখ ডোজ টিকা আসছে। বাংলাদেশে পাঠানোর জন্য এসব টিকা চীনের রাজধানী বেইজিংয়ে প্রস্তুত করা হয়েছে।
বুধবার ঢাকার চীনা দূতাবাসের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকায় চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান ফেসবুকে এক পোস্টে লেখেন— চীনের সিনোফার্ম থেকে বাণিজ্যিক ভিত্তিতে বাংলাদেশ সরকারের কেনা প্রথম চালানের ২ মিলিয়ন (২০ লাখ) টিকা বেইজিংয়ে সরবরাহের জন্য প্রস্তুত করা হয়েছে। করোনা মহামারির দ্বিতীয় ঢেউ সামাল দিতে চীন বাংলাদেশি বন্ধুদের পাশে দাঁড়িয়েছে।
অপরদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, সিনোফার্ম থেকে বাণিজ্যিকভাবে কেনা টিকা আনার জন্য বেইজিং যাবে বিমান।
এর আগে বাংলাদেশকে ১১ লাখ ডোজ টিকা উপহার দেয় চীন।
এর আগে চীনের টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সিনোফার্মের সঙ্গে দেড় কোটি ডোজ টিকা কেনার চুক্তি সম্পন্ন হয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট একটি সূত্রে জানা গেছে, চীনের সিনোফার্মের সঙ্গে দেড় কোটি ডোজ টিকা কেনার চুক্তি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। চুক্তি অনুযায়ী টিকার দাম পরিশোধ করা হয়েছে।
© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।
Leave a Reply