করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় নাটোর ও সিংড়া পৌরসভা বুধবার থেকে ৭ দিনের লকডাউনে যাচ্ছে। এই সময় দুই পৌরবাসীদের জন্য অবশ্য পালনীয় কিছু নির্দেশনা দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছে জেলা প্রশাসন।
মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক মো. শাহরিয়াজ স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়। এই গণবিজ্ঞপ্তি মাইকিংয়ের মাধ্যেমে নাটোর ও সিংড়া পৌরবাসীকে জানানো হচ্ছে।
দশ দফা নির্দেশনাগুলো হল-
সকল প্রকার গণপরিবহন চলাচল বন্ধ থাকবে।
ঔষধ, চিকিৎসাসেবা ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর দোকান ব্যতীত শপিং মল, মার্কেট, রেস্টুরেন্টসহ সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক গণজমায়েত বন্ধ থাকবে।
পর্যটনস্থল, কমিউনিটি সেন্টার ও বিনোদনকেন্দ্র বন্ধ থাকবে।
অতি জরুরী প্রয়োজনে মাস্ক পরিধান ব্যতীত বাইরে বের হওয়া যাবে না
নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দোকান সকাল ৬ টা থেকে কঠোর স্বাস্থ্যবিধি মেনে খোলা রেখে সন্ধ্যা ৬ টায় বন্ধ করতে হবে।
কৃষি ও খাদ্য সামগ্রীর পরিবহন ও আন্তঃজেলা পরিবহন সেবা এ আদেশের আওতা বর্হিভূত থাকবে।
সরকারের রাজস্ব আদায়ের সাথে সম্পৃক্ত সকল প্রতিষ্ঠান এই আদেশের বাইরে থাকবে।
মন্ত্রীপরিষদ বিভাগ জারিকৃত অনান্য বিধিনিষেধ জারি থাকবে।
জেলা প্রশাসক মো. শাহরিয়াজ বলেন, সংক্রমণ খেকে বাঁচতে এই মুহূর্তে ঘরে থাকার কোন বিকল্প নেই। নাটোর ও সিংড়া পৌরবাসী স্বাস্থ্যবিধি মেনে লকডাউনের সাত দিন ঘরে থেকে প্রশাসনকে সহযোগিতা করবেন।
(নাটোর টাইমস24)
© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।
Leave a Reply