নাটোরের সিংড়ায় চৌগ্রাম ইউনিয়নের পাড়েরা গ্রামের আঃ জালাল ( ৩৬) বজ্রপাতে মৃত্যবরণ করেছে। মৃত জালাল পেশায় একজন ভ্যান চালক ছিলেন। রবিবার দুপুর ২ টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, মুষ্টিগড় গ্রামের ৫ জন গভীর নলকূপ স্থাপন করার লক্ষ্য ভ্যানে শ্রমিক নিয়ে নিয়ে চৌগ্রামের পথে যাওয়ার সময়ে বজ্রপাত ঘটে। বজ্রপাতে ভ্যান চালক সহ ৫ জনকে গুরুতর আহত অবস্থায় সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত ডাক্তার জালাল কে মৃত ঘোষণা করেন।
চৌগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাহেদুল ইসলাম ভোলা জানান, তাঁর এলাকার বাসিন্দা হওয়ায় লাশ নিহতের বাড়িতে নেওয়া হয়েছে। এদিকে বজ্রপাতে মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকে ছায়া নেমে এসেছে।
© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।
Leave a Reply