২০২১-২০২২ অর্থ বছরের নাটোরের সিংড়া উপজেলার ৯ন নং তাজপুর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়ছে।
রোববার(৩০ মে) সকাল ১১টায় ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে ৪৯ লক্ষ ৮১ হাজার টাকার বাজেট ঘোষণা করেন ইউনিয়ন পরিষদ সচিব সাইফুল ইসলাম।
চেয়ারম্যান মিনহাজ উদ্দিন বলেন, ভৌত অবকাঠামোর উন্নয়ন,শিক্ষা,স্বাস্থ্য এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ খাতকে প্রাধান্য দিয়ে ৪৯ লক্ষ ৮১ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন তাজপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ খবির উদ্দিন সরদার,পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আবু হানিফ, ইউনিয়স আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফারুক হোসেনসহ পরিষদের সদস্যগণ ও সংরক্ষিত মহিলা আসনের সদসগণ।
© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।
Leave a Reply