লকডাউন কার্যকর এবং স্বাস্থ্যবিধি নিশ্চিতকরনে
নাটোরে ৪টি প্রতিষ্ঠানকে ৩৮০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
শনিবার (২৪ এপ্রিল) নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শওকত মেহেদী সেতুর নেতৃত্বে শহরের মাদ্রাসা মোড়, কানাইখালি, নীচাবাজার, আলাইপুর, স্টেশন বাজার, হরিশপুর বাইপাস ও দত্তপাড়ায় পরিচালিত অভিযানে যথাযথ স্বাস্থ্যবিধি প্রতিপালন না করায় এবং সরকারি নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখায় দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ও ১৮৮ ধারায় মোট ৪ টি মামলায় ৩৮০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এদিকে, সদর উপজেলার ছাতনী ইউনিয়নের তেলকুপি গ্রামে অনুমোদনহীনভাবে স্থাপিত একটি অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, কৃষি জমি নষ্ট করে কোনপ্রকার অনুমোদন ছাড়াই ইটভাটা স্থাপন করেছিলেন মালিক খোরশেদ আলম। উপযুক্ত অনুমোদনের কাগজ দেখাতে না পারায় ভাটাটি ভেঙে গুড়িয়ে দেয়া হয়েছে। সাত দিনের মধ্যে ইটভাটার সকল সরঞ্জম সরিয়ে নিতে মালিককে নির্দেশ দেয়া হয়েছে।
© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।
Leave a Reply