নাটোর সদর উপজেলার লক্ষীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের টলটলিয়া গ্রামে ইঁদুর মারতে ধান খেতে দেয়া বিদ্যুৎ থেকে বিদ্যুতায়িত হয়ে আশরাফ আলী(৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের হাজী আজহার উদ্দীনের ছেলে।
মঙ্গলবার(২০ এপ্রিল) দুপুর ২ টায় এ ঘটনা ঘটে।
লক্ষীপুর খোলাবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলতাফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় ইউপি সদস্য গোলাম মোস্তফা, বছরখানেক হল ধানের খেতে ইঁদুরের প্রাদুর্ভাব বেড়েছিলো। ফসল রক্ষায় সম্প্রতি কৃষক আশরাফ জমির চারিধারে চিকন গ্রিলের তারের মাধ্যমে বিদ্যুতায়িত করে রেখেছিলেন যাতে খেতের অভ্যন্তরে ইঁদুর প্রবেশ করতে না পারে। আজ দুপুরে নামাজ শেষে বাড়ি ফেরার পথে বোরো ধানের খেত দেখতে যান কৃষক আশরাফ আলী। কিন্ত অসাবধানতাবশত বৈদ্যুতিক তারের সংস্পর্শে এলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।
Leave a Reply