করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ বা সেকেন্ড ওয়েভ প্রতিরোধে নাটোরের গ্রীন ভ্যালী পার্ক বন্ধ ঘোষণা করেছে নাটোর জেলা প্রশাসন।
বুধবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মো. শাহরিয়াজ।
জেলা প্রশাসক জানান, করোনা ভাইরাস প্রতিরোধে অনির্দিষ্টকালের জন্য লালপুরের গ্রীন ভ্যালী পার্ক বন্ধ রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হলে পার্কটি খুলে দেওয়া হবে।
ডিসি বলেন, ‘যেখানে বেশি গণজমায়েত হয় এমন দর্শনীয় স্থানগুলো পরিস্থিতি বুঝে বন্ধ করে দেয়া হবে। এই মুহূর্তে সংক্রমণ রোধে এর বিকল্প নেই। যেহেতু গ্রীণ ভ্যালি পার্কে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থী সমাগম হয়, সেহেতু সবার আগে পার্কটি বন্ধ ঘোষণা করা হলো।’
© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।
Leave a Reply