জনপ্রিয়তা দেখিয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন ফর্ম উত্তোলন করেছেন সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলা। তার সমর্থনে হাজার হাজার আওয়ামী লীগ নেতাকর্মী নেমে আসে নাটোর-বগুড়া মহাসড়কে। তবে এতে কিছু সময়ের জন্য মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
সোমবার(১৫ই মার্চ) দুপুরে সিংড়া গোডাউনপাড়াস্থ আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে মনোনয়ন ফর্ম উত্তোলন করেন জাহেদুল ইসলাম ভোলা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুর রাজ্জাক খান, জেলা পরিষদ সদস্য ছালাহউদ্দিন আল আজাদ সানাসহ ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড সভাপতি ও সাধারন সম্পাদকবৃন্দ।
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলা জানান, তিনি পুনরায় মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে আসছেন জেনে ইউনিয়নের সর্বস্তরের মানুষ তার সাথে এসেছে। এক্ষেত্রে তিনি কাউকে নিষেধ করতে পারেননি।
জাহেদুল ইসলাম ভোলা আরও বলেন, বর্তমান সরকার গ্রামকে শহরে রুপান্তরিত করার যে উদ্যোগ নিয়েছে, তার সফল বাস্তবায়নে তৃণমূলের একজন প্রতিনিধি হিসেবে থেকে কাজ করেছি বিগত পাঁচ বছর। ইউনিয়নবাসীর সুখ-দুঃখ বিপদ-আপদে পাশে থেকেছি। আগামী দিনে পুনরায় নির্বাচিত হয়ে আরো সক্রিয় ভূমিকা রাখতে চাই। দল আমার অতীত ভূমিকা ও জনসম্পৃক্ততা বিবেচনা করে পুনরায় চৌগ্রামবাসীর সেবার সুযোগ দেবে বলে বিশ্বাস রাখি।
© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।
Leave a Reply