নাটোরে অসুস্থ প্রবীণ আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন সানাইয়ের পাশে দাঁড়িয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। আনোয়ার হোসেন সানাই সিংড়া উপজেলার তাজপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
শনিবার দুপুরে তাজপুর ইউনিয়নস্থ আনোয়ার হোসেন সানাইয়ের বাড়িতে যান প্রতিমন্ত্রী পলক।
এ সময় তার সাথে ছিলেন তাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দীন।
মিনহাজ উদ্দীন বলেন, আনোয়ার হোসেন সানাই আওয়ামী লীগের দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষিত কর্মী। বিএনপি-জামাতের শাসনামলে তাদের রক্তচক্ষু উপেক্ষা করে ওয়ার্ডে দলের নেতৃত্ব দিয়েছেন। বিগত দিনগুলোতে সংগঠনকে শক্তিশালী করতে ভূমিকা রেখেছেন। দলের জন্য নিবেদিত এই মানুষটিকে দেখতে আসেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি তাঁর চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন ও পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। তাঁর সুচিকিৎসার জন্য যা যা করনীয়, প্রতিমন্ত্রী তার জন্য নির্দেশনা দেন এবং সহযোগিতার আশ্বাস দেন।
© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।
Leave a Reply