বিভিন্ন সমিতি থেকে লোন নিয়ে কিনেছিলেন গরু। আশা ছিল,গরু বিক্রি করে সমৃদ্ধি আনবেন সংসারে। কিন্তু আগুনে কেড়ে নিলো সে স্বপ্ন। মধ্যরাতে আগুনে ওই গরু পুড়তে দেখে স্বপ্ন আর গরু বাঁচাতে কৃষক ঝাঁপ দিলো আগুনে। ঝলসে গেলো নিজ শরীর। কিন্তু শেষ অবধি রক্ষা,হলো না গরু। ক্ষতি হলো দুই ভাইয়ের ২ লাখ টাকা।
সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের ভাতুরিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
ভাতুরিয়া গ্রামের হযরত আলীর ছেলে ক্ষতিগ্রস্থ কৃষক সালাম জানান,তিনি বিভিন্ন সমিতি থেকে লোন নিয়ে একটা গরু কিনেছিলেন। এছাড়া তার ভাই মানিকও আরেকটি গরু কিনে লাভের আশায় পালছিলেন। গরু দুটি পাশাপাশি দুই ঘরে রাখা ছিল। গত মধ্যরাতে হঠাৎ বিকট শব্দে তার ঘুম ভাঙ্গে। এসময় তিনি তার গোয়াল ঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান। গরু বাঁচাতে আগুনকে তোয়াক্কা না করে প্রবেশ করেন গরু রাখার ঘরে।
এসময় তার চিৎকারে পরিবারের অন্য সদস্য ছাড়াও স্থানীয়রা এসে আগুন নেভানোর চেষ্টা করে। এক পর্যায়ে আগুন নিয়ন্ত্রণে আসলেও ঝলসে যায় ওই গরু দুটো। তারও মুখ-হাত ঝলসে যায়। এ ঘটনায় তাদের ২ লাখ টাকা ক্ষতি হয়েছে দাবী করে সালাম আক্ষেপে বলেন,এখন তার স্বপ্নও শেষ আবার ঋণও ঘারে। কিভাবে এই পরিস্থিতি থেকে বাঁচবেন তা বুঝতে পারছেননা।
স্থানীয় ইউপি সদস্য নাদিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন সালামকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।
Leave a Reply