আমিরুল ইসলাম টারজানকে সভাপতি ও বিপ্লব কুমার দাস বিপুকে সাধারণ সম্পাদক করে নাটোরের বাগাতিপাড়া উপজেলার বাগাতিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়েছে।
শনিবার বিকেলে নুরপুর মালঞ্চি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে সম্মেলনে বক্তব্য রাখেন নাটোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অধ্যাপক মোঃ ইউনুস আলী। প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল ইসলাম ঠান্ডু।
বাগাতিপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ- সভাপতি কায়সার ওয়াদুদ বাবার সম্মেলনে সভাপতিত্ব করেন।
সম্মেলনে অনান্যের মধ্যে বক্তব্য রাখেন
বাগাতিপাড়া উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি মোঃ নূরুল ইসলাম ঠান্ডু, বাগাতিপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুসসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগি সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।
এসময় নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল বলেন, দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র মোকাবিলায় প্রতিটি আওয়ামী লীগ কর্মীকে প্রস্তত থাকতে হবে। তাই নতুন, উদ্যমী ও সাংগঠনিক কর্মীদের দলের তৃণমূলের নেতৃত্বে আসতে হবে। যারা দলকে ঢাল হিসেবে ব্যবহার করে বছরের পর বছর বাণিজ্য করেছে তাদের আর আওয়ামী লীগে জায়গা নাই। তারা ব্যক্তিস্বার্থে সংগঠনকে নিষ্ক্রিয় করেছে৷ এখন সময় তাদের সম্মান নিয়ে পদ পদবী ছেড়ে নতুনদের হাতে সংগঠনের নেতৃত্ব তুলে দেয়া। তাই সেই কাজটি আমরা করছি। নতুন নেতৃত্ব আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করবে।’
© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।
Leave a Reply