বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের অধীনে দেশের সব বিভাগ ও জেলায় হাই-টেক/সফটওয়্যার টেকনোলজি পার্ক নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তথ্য ও যোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এ তথ্য জানিয়েছেন।
সোমবার (২৫ জানুয়ারি) সংসদে লিয়াকত হোসেন খোকার প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
গাজী মোহাম্মদ শাহনওয়াজের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, দেশের ৬৪ জেলার প্রতিটিতে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার স্থাপনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে ১৯ জেলায় আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার স্থাপনের কাজ শুরু হয়েছে।
বিএনপির জাহিদুর রহমানের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় সারাদেশে এক হাজার ব্যাচে ৩৪ হা্জার জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
(Bangla Tribune)
© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।
Leave a Reply