নাটোর: নাটোরের গুরুদাসপুর উপজেলার মামুদপুর গ্রামে এক মাদ্রাসা ছাত্রীকে (১২) শ্লীলতাহানি চেষ্টার অভিযোগে সবুজ সরকার (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২৪ জানুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে তাকে নাটোর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
অভিযুক্ত সবুজ একই গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, ওই ছাত্রী নিজ বাড়ির পার্শ্ববর্তী স্থানীয় একটি মসজিদের দোতলায় হাফেজিয়া মাদ্রাসায় লেখাপড়া করে। দীর্ঘদিন ধরে তাকে উত্ত্যক্ত করছিলেন অভিযুক্ত সবুজ। শনিবার (২৩ জানুয়ারি) ঘটনার দিন মসজিদ সংলগ্ন একটি গাছ বেয়ে সবুজ দোতলায় উঠে ঘরে ঢুকে ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা করে। সে সময় ছাত্রীর চিৎকার দিলে স্থানীয়রা এগিয়ে এলে সবুজ পালিয়ে যান।
ছাত্রীর বাবা জানান, বখাটে সবুজ তার মেয়েকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করতেন। বার বার নিষেধ করলেও সবুজ কর্ণপাত করেননি। ঘটনার দিন মেয়েটি একা থাকার সুযোগে বখাটে সবুজ শ্লীলতাহানি করে। পরে রাতেই সবুজের নামে গুরুদাসপুর থানার তিনি মামলা দায়ের করেন।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক বাংলানিউজকে জানান, মামলার পর রাতেই অভিযুক্ত সবুজকে গ্রেফতার করা হয়েছে। রোববার দুপুরে সবুজকে আদালতের মাধ্যমে নাটোর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
(বাংলানিউজটোয়েন্টিফোর.কম)
© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।
Leave a Reply