
শনিবার বিকেলে নাটোর-১(লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল এমপি
বাগাতিপাড়া উপজেলার তমালতলা মোড়ে গোলচত্ত্বর ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নবনির্মিত ম্যুরালের উদ্বোধন করন।
এসময় এমপি বলেন, একাত্তরের কুশীলবরা এখনো থামেনি। তারা বারবার সুযোগ খোঁজে। বিএনপি-জামাতের মদদে দেশের এক শ্রেণির উগ্রবাদপন্থীরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে আঘাত করার ধৃষ্টতা দেখায়। জাতির পিতার সম্মান রক্ষায় প্রয়োজনে আওয়ামী লীগ নেতাকর্মীরা বুক পেতে দেবে। জাতির পিতার অপমান কোনভাবেই এই বাংলাদেশে আর মেনে নেয়া হবে না।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগাতিপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল।
দলীয় নেতাকর্মী সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিগণ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।
Leave a Reply