নাটোরের বড়াইগ্রামে উপজেলা আওয়ামীলীগ, বনপাড়া পৌর আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।
আজ ১০ই জানুয়ারি রবিবার সকালে এ উপলক্ষে বনপাড়া বাইপাস চত্বরে বঙ্গবন্ধু’র ম্যূরালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন সহ পুস্পস্তবক অর্পণ করেন নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস সহ দলীয় সকল স্তরের নেতৃবৃন্দ। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তা পৌর চত্বরে এসে শেষ হয়। মিছিল শেষে বনপাড়া বাজারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডঃ মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি, বনপাড়া পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি কেএম জাকির হোসেন, জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব উন্নয়ন সম্পাদক এবং শেখ ফজিলাতুন্নেছা মুজিব সরকারী মহিলা অনার্স কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মোয়াজ্জেম হোসেন বাবলু, জোয়াড়ি ইউ,পির সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সদস্য আবু হেনা মোস্তফা কামাল, মাঝগাঁও ইউ,পির সাবেক চেয়ারম্যান খোকন মোল্লা, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও পৌর কাউন্সিলর মোহিত কুমার সরকার, পৌর মহিলা আওয়ামীলীগের সভাপতি ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর শরিফুন্নেছা শিরিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কেএম জিল্লুর হোসেন জিন্নাহ, যুবলীগ নেতা জাহিদুল ইসলাম শাহীন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
(চলন বিলের খবর)
© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।
Leave a Reply